ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

অনলাইন ট্রায়াল গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, জুলাই ২৩, ২০২৫
অনলাইন ট্রায়াল গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়: নুসরাত ফারিয়া

সময়টা ভালো যাচ্ছে না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। কারাগার থেকে বেরিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বর্তমানে বিশ্রামে আছেন এই অভিনেত্রী।

প্রস্তুতি নিচ্ছেন কাজে ফেরার।

সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। পটপরিবর্তনের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না ফারিয়ার। ডিপ্রেশনে কাটছে অভিনেত্রীর সময়। মাঝে ব্যক্তিজীবনে বেশ চর্চায় ছিলেন এই নায়িকা।

ডিপ্রেশন নিয়ে বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় এক স্ট্যাটাসে নুসরাত ফারিয়া লেখেন, ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভিতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায় আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।

অনলাইন ট্রায়ালের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে, যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না। এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।

বেশ কিছু দিন ধরে অভিনয় থেকে দূরে আছেন নুসরাত ফারিয়া। সর্বশেষ তাকে রোজার ঈদে ‘জ্বীন ৩’ সিনেমায় দেখা যায়। এরপর আর তাকে কাজে পাওয়া যায়নি। মাঝে ব্যক্তিজীবনে খারাপ সময়ের মুখোমুখি হয়েছিলেন। সেই দিনগুলো ভুলে নতুনভাবে ফিরতে মরিয়া নুসরাত ফারিয়া।

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।