ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

রেস্তোরাঁ থেকেই শিল্পা শেঠির প্রতি রাতের আয় ২-৩ কোটি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, অক্টোবর ২৩, ২০২৫
রেস্তোরাঁ থেকেই শিল্পা শেঠির প্রতি রাতের আয় ২-৩ কোটি!

সময়টা বেশ কিছু দিন ধরে ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার। প্রতারণা মামলা থেকে বিভিন্ন ঘটনায় নাম জড়িয়েছে তাদের।

তারকা-দম্পতির মুম্বাইয়ের রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’ নিয়েও চলতে থাকে নানা আলোচনা। সম্প্রতি লেখিকা শোভা দে শেয়ার করেছেন বেশ কিছু অজানা তথ্য। রেস্তোরাঁটি প্রতি রাতে প্রায় ২-৩ কোটি টাকা আয় করে বলে দাবি লেখিকার।

প্রতিদিনই মানুষ প্রায় লাখ লাখ টাকা খরচ করেন নব্বই দশকের জনপ্রিয় এই নায়িকার রেস্তোরাঁয়। মুম্বাইয়ে শিল্পার নতুন এই রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’ নাকি তারকাদেরও আনন্দের অন্যতম জায়গা।

লেখিকা এবং সমাজসেবী শোভা দে রেস্তোরাঁটির জনপ্রিয়তা প্রসঙ্গে বলেন, ‘মুম্বাইয়ের লোকেদের টাকার পরিমাণ অবাক করার মতো। প্রতি রাতে ২-৩ কোটি টাকার ব্যবসা করে ওরা। প্রতি রাতে এক একজন লাখ লাখ টাকা ব্যয় করেন। কোন অনুষ্ঠান ছাড়াই দিনে আয় হয় প্রায় ২ কোটি টাকা। এছাড়া সপ্তাহান্তে প্রায় ৩ কোটি টাকা। ’ 

সরেজমিনে যা দেখেছেন এই লেখিকা তা জানালেন এভাবে, ‘আমি নিজেই একবার রেস্তোরাঁয় ঘুরে দেখতে গিয়েছিলাম, দেখার জন্য। কারণ, প্রথমে আমি অন্য লোকেদের থেকে শুনেছিলাম। ধারণা ছিল না এটা সত্যিই হতে পারে। পরে নিজে দেখে বিশ্বাস হয়েছে। শিল্পার ‘বাস্তিয়ান’ প্রায় ২১,০০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। প্রতি রাতে ১,৪০০ জনের বেশি লোক খাবার খায়। ’

ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, যদিও রেস্তোরাঁয় তিনি কোনও পরিচিত বা বিখ্যাত মুখ কখনও দেখতে পাননি। তবে যা দেখেছেন তাতে হতবাক হয়েছেন। প্রায় ৭০০ জন একসঙ্গে খাওয়া-দাওয়া করছেন। বেশিরভাগই তরুণ প্রজন্মের ছেলে-মেয়ে।

শোভা দের কথায়, ‘আমি একটাও মুখ চিনতে পারিনি। প্রতিটি টেবিলে লাখ লাখ টাকার বিল জমা হচ্ছে। এমনকী টাকা দিতেও তাদের কোনও সমস্যা নেই। ’

এদিকে বর্তমানে শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রার নামে প্রতারণার মামলা চলছে। জুহুর এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে ৬০ কোটি ৪৮ লাখ টাকার প্রতারণা মামলা দায়ের করেছেন। এমনকী, বম্বে হাইকোর্ট সম্প্রতি তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চাওয়ার আবেদনও খারিজ করে দিয়েছে।

তবে মুম্বাইয়ের পাশাপাশি অন্যান্য জায়গায় ‘বাস্তিয়ান’ রেস্তোঁরার শাখা খোলারও ইচ্ছে রয়েছে শিল্পার। তবে এই মুহূর্তে আদালতের নির্দেশে বিদেশে যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে তিনি ও তার স্বামীর।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।