বিগত কয়েক বছর ধরেই পারকিনসন রোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ওজি অসবর্ন। ২০১৯ সালে এক দুর্ঘটনার পর থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রক আইকন। তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ওজি আজ সকালে চিরবিদায় নিয়েছেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন এবং ভালোবাসায় ঘেরা অবস্থায় শান্তিতে মারা গেছেন।
মাত্র কয়েক সপ্তাহ আগে অসবর্ন তার ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’-এর সদস্যদের সঙ্গে পুনর্মিলনী কনসার্টে অংশ নিয়ে ভক্তদের এক আবেগঘন বিদায় জানান।
ষাটের দশকের শেষ ভাগে ব্ল্যাক সাবাথ ব্যান্ডের মাধ্যমে হেভি মেটালের সূচনা করেন ওজি অসবর্ন। একক ক্যারিয়ারেও অর্জন করেন ব্যাপক সাফল্য। ‘আয়রন ম্যান’, ‘প্যারানয়েড’, ‘ওয়ার পিগস’, ‘ক্রেজি ট্রেন’ ও ‘চেঞ্জেস’-এর মতো গানে তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন।
এনএটি