ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

বাদ পড়ে গেলেন ফেরদৌস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, অক্টোবর ২০, ২০২৫
বাদ পড়ে গেলেন ফেরদৌস

ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস কোথায় থাকেন কেউ জানে না। তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

ফলে এবার একটি সিনেমা থেকে বাদ দেওয়া হলো তাকে।  
 
‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৮ সালে। এই ছবিরই নায়ক হিসেবে তাকে নেওয়া হয়েছিল। নতুন করে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। ফেরদৌসকে বাদ দিয়ে অন্য কাউকে নায়ক হিসেবে নেওয়া হবে জানিয়েছেন নির্মাতা আরিফুর জামান আরিফ।

সিনেমাটিতে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের পাশাপাশি তার সৃষ্ট চরিত্রগুলোর উপস্থিতি থাকছে গল্পে।

শুরুতে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ, পার্বতীর চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুই দিনের শুটিংয়ে অংশ নেন। পরবর্তী সময়ে নানা জটিলতায় কাজ আর এগোয়নি। এরপর ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত হওয়ায় সিনেমায় অভিনয় থেকে দূরে ছিলেন।

বেশ কয়েকবার শিডিউল চেয়ে পাচ্ছিলেন না নির্মাতা। দীর্ঘদিন তার অপেক্ষায় থেকে নির্মাতা এবার নতুন সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমার শুটিং নিয়ে আরিফ বলেন, ফেরদৌস ভাই অনেক দিন সিনেমায় কাজ করছেন না। তার সঙ্গে শুটিংয়ের জন্য যোগাযোগের চেষ্টা করেছিলাম। যোগাযোগ সম্ভব হয়নি। ফলে তার জায়গায় নতুন শিল্পী নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পপির সঙ্গে দেরিতে হলেও যোগাযোগ হয়েছে। তাকে রাখার চেষ্টা চলছে। তিনি সময় দিতে পারবেন কি না, এখনো জানি না। তবে ফেরদৌসকে ছাড়া নতুন করে কাজ গুছিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

৫ আগস্টের পর ফেরদৌসকে আর দেশে দেখা যায়নি। দীর্ঘদিন তিনি আত্মগোপনে আছেন। জনপ্রিয়তা হারিয়ে ফেলার পর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত ২০২৪ সালের ডামি নির্বাচনে ঢাকা-১০ আসনে বিনা ভোটের এমপি হন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনার পালানোর পর তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন বলে মনে করা হয়।   

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।