রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা দেশের মানুষ। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া সেই দুর্ঘটনার মর্মান্তিক ভিডিও দেখে প্যানিক অ্যাটাক হয় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির।
বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সামাজিকমাধ্যমের এক পোস্টে প্যানিক অ্যাটাকের বিষয়ে জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। এবার তিনি এভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়া নিয়ে কথা বললেন।
পরীমণির কথায়, প্যানিক অ্যাটাক মোটেই কোনো সহজ বিষয় নয়! এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে! আজ তিনটা রাত কীভাবে পার করেছি আমি শুধু জানি। হসপিটালের ডাক্তাররা (মেডিসিন, কার্ডিওলজি ও সাইকোলজি বিশেষজ্ঞ) সবাই তাদের যথার্থ সাহায্য করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ফেসবুকের এক পোস্টে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন এই পর্দাকন্যা। যেখানে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। পাশে স্টেথোস্কোপ নিয়ে খেলছে তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। জানা যায়, সঙ্গে আছে তার আরেক সন্তান সাফিরা সুলতানা প্রিয়ম।
পরী বলেন, আমি শুধু ভাবছি, আমার বাচ্চারা না থাকলে কোনো চিকিৎসা কি আদৌও কাজে আসত আমার এই মুহূর্তে! আমি জানি না। আমি শুধু জানি, আমার বাচ্চারা আমাকে ছাড়া ভালো থাকবে না। আল্লাহ মহান সবার সহায় হোক।
এদিকে পরীমণির অসুস্থতার খবরে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন তার ভক্তরাও। অভিনেত্রী বর্তমানে দুই সন্তানের মা। তাই ভক্ত-সহকর্মীরাও তার সুস্থতা কামনা করেছেন।
এনএটি