বলিউডের ভেতরের নানা সমস্যা নিয়ে বারবার সরব হয়েছেন অভিনেত্রীরা। বিশেষ করে যারা বহিরাগত তাদের ক্ষেত্রে নানা বিষয় নিয়ে বারবার মুখ খুলতে দেখা গেছে।
এর আগে মহিলা তারকাদের তুলনায় পুরুষ তারকাদের পারিশ্রমিক বেশি এই বিষয় নিয়ে সরব হয়েছেন অনেক অভিনেত্রী। ভালো কাজ করার পরেও একই পারিশ্রমিক না পাওয়ার অভিযোগও তুলেছেন কেউ কেউ। এবার বলিউডে পুরুষ তারকাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে কথা বললেন নুসরাত ভারুচা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, যত তাড়াতাড়ি একজন পুরুষ তারকা একটা হিট সিনেমা উপহার দেবে তার তত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রির ভেতরে নানা সুবিধা পাওয়ার সুযোগ শুরু হবে। তা তিনি কোনও চলচ্চিত্র সংশ্লিষ্ট থাকা পরিবার থেকেই আসুক বা না আসুক। পুরুষ তারকাদের বলিউডে অন্যরকম সুবিধা দেওয়া হয়। যা মহিলা তারকাদের ক্ষেত্রে মেলে না।
তিনি বলেন, মহিলাদের ক্ষেত্রে ক্রমাগত স্ট্রাগল করেই যেতে হয়। তা থেকে রেহাই মেলে না। আমি বলছি না, রাতারাতি তোমাকে বিখ্যাত হয়ে যেতে হবে কিন্তু তুমি একটা হিট সিনেমা দেওয়ার পর খুব স্বাভাবিকভাবেই আরও ভালো কাজ পাওয়ার অপেক্ষা করবেন। এইটুকুই প্রয়োজন।
নুসরাত আরও বলেন, বলিউডে পুরুষ তারকারা অনেক ভালো ভ্যানিটি ভ্যান পান। অনেক ভালো শৌচালয় তারা ব্যবহার করার সুযোগ পান। এমনও অনেক সময় হয়েছে আমি নিজে থেকে জিজ্ঞেস করেছি যে, আমি কি ওই ভ্যানিটি ভ্যান বা শৌচালয় ব্যবহার করতে পারি?
তবে এসবের পরে নিজেকে বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করেন এই অভিনেত্রী। তার কথায়, অপ্রাপ্তি আছে ঠিকই কিন্তু আমি সেক্ষেত্রে নিজেকে এটাই সবসময় বোঝাই যে, আমি নিজেকে ওই পর্যায়ে নিয়ে যাব যাতে আমি সব সুযোগ সুবিধাগুলো অর্জন করতে।
এনএটি