ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

নয়া উদ্যোগ, কী পরিকল্পনা মাহতিম শাকিবের?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, জুলাই ২৪, ২০২৫
নয়া উদ্যোগ, কী পরিকল্পনা মাহতিম শাকিবের?

চলতি সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম শাকিব। নতুন এক উদ্যোগ নিয়েছেন এই গায়ক।

গানের পাশাপাশি তিনি এবার জীবনের গল্প শোনাবেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় তিনি ‘মাহতিম অন দ্যা মাইক’ নামে একটি ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন।

মাহতিম শাকিব বলেন, এই চ্যানেলটার মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনের গল্প শোনানো। সেই গল্প কে বিভিন্ন মাধ্যমে বলা যায়। ছবি এঁকে, নাটক দেখিয়ে, আবৃত্তি করে, গান শুনিয়ে ইত্যাদি। সেই গল্পের একটা ফর্ম আমাকে এক্সপ্লোর করতে দেখেছেন মাহতিম শাকিব চ্যানেলটায়। তার সঙ্গে আরও কিছু ব্যাপার নিয়ে আমরা কাজ করতে চাই মাহতিম অন দ্যা মাইকে।

তিনি আরও বলেন, আশা করি সবাই আমার এই নতুন চিন্তা ও কাজের সঙ্গে থাকবেন।

নতুন চ্যানেলটির বাইরে মাহতিম শাকিব চ্যানেলটি  নিয়েও বেশ কিছু পরিকল্পনা করছেন জানান এ তারকা। এদিকে সম্প্রতি প্রকাশ হয়েছে এন আই বুলবুলের কথায় মাহতিমের কণ্ঠে ‘সুইসাইড নোট’  শিরোনামের একটি গান।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।