বলিউডের তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলি খান। ২০১২ সালে বিয়ে করেন তারা।
বিয়ের এত বছর পর আজও তাদের সম্পর্কে কোনও রকমের আঁচ লাগেনি। দুই সন্তানকে নিয়ে তাদের সুখের ঘর। ঠিক কোন উপায়ে নিজেদের সুখী দাম্পত্য ধরে রেখেছেন তাঁরা? ঝগড়া হলে বা রেগে গেলে কীভাবে কারিনার রাগ ভাঙান সাইফ? এবার ফাঁস করলেন সেই সিক্রেট।
কখনোই নিজেদের দাম্পত্য জীবন সেভাবে সবার সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন না তারা। তবে একে অপরের প্রতি যে শ্রদ্ধাশীল তা তারা বারবার স্বীকার করেছেন। এই জুটির ভালোবাসার মাঝেই মেঘ জমলে অর্থাৎ কারিনা রেগে গেলে কীভাবে তাকে সামলান সাইফ জানালেন নিজেই।
সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, কারিনা রেগে গেলে আমি চুপ হয়ে যাই। কোনও কথা বলি না। শুধু শুনে যাই। অর্থাৎ আমজনতা হোন বা তারকা সংসারে স্ত্রীর দাপটে যে সবাই নীরবতা পালনে তৎপর তা যেন আরও একবার সাইফের কথাতেই স্পষ্ট।
এর আগে একাধিকবার কারিনা নিজেও বলেছেন, তাদের দাম্পত্যে বয়সের পার্থক্য কোনও প্রভাব ফেলতে পারেনি কখনও। তাদের কাছে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকাটাই একটা বড় বিষয়। কারণ ভালোবাসা থাকলে তাতেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়।
কারিনার মতে, সম্পর্কে ভালোবাসা থাকা অনেক বেশি প্রয়োজনীয়। তারা একসঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, ভালোবাসায় বাঁচতে ভালোবাসেন। আর তাই অন্য কিছুই তাদের মধ্যে প্রাধান্য পায়নি কখনও।
এনএটি