ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা: দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি (চট্টগ্রাম)  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, আগস্ট ২৩, ২০২৫
ফটিকছড়িতে স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা: দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন মানববন্ধন।

চট্টগ্রাম: ফটিকছড়ির কাঞ্চননগরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহিন হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে কাঞ্চননগর রুস্তুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, শুক্রবার ভোরে চেইঙ্গার ব্রীজ এলাকায় চোর আখ্যা দিয়ে মব সৃষ্টি করে মাহিনকে পিটিয়ে হত্যা করা হয়।

তার দুই বন্ধু মানিক ও রাহাতও গুরুতর আহত হয়। তারা কোনোভাবেই চুরির সঙ্গে জড়িত ছিল না। নিরীহ কিশোরদের ওপর এ ধরনের নৃশংস হামলা মানবাধিকার লঙ্ঘন এবং আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।  

তারা আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে। তাই এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতে আরও প্রাণহানি ঘটতে পারে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেমুহনি বাজারে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান চৌধুরী।  

গত শুক্রবার ভোরে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহিনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে স্থানীয় কিছু যুবক। এ ঘটনায় আহত হয় আরও দুই কিশোর। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত দুই আসামি আজাদ ও নোমানকে আটক করেছে।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।