ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মিষ্টিমুখের কারখানা মালিককে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, আগস্ট ২১, ২০২৫
মিষ্টিমুখের কারখানা মালিককে লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরের চকবাজার এলাকায় অভিযানে মিষ্টিমুখের কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, পণ্যের লেবেলিং না থাকা, খাদ্যকর্মীদের ইউনিফর্ম না থাকা ও বিভিন্ন লাইসেন্স সনদ না থাকায় তাদের এক লাখ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়।

ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস বলেন, চকবাজার মিষ্টিমুখের কারখানাটির চারদিকে নোংরা পরিবেশ।

তাদের জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।