ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রায় শুনে আসামির স্ট্রোক, হাসপাতালে মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১১, আগস্ট ১৮, ২০২৫
রায় শুনে আসামির স্ট্রোক, হাসপাতালে মৃত্যু 

চট্টগ্রাম: মাদক মামলার রায় ঘোষণার পরপরই এজলাসে আজগর আলী (৪০) নামে এক আসামি স্ট্রোক করেন। পরে হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

সোমবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পটিয়া আদালতে এ ঘটনা ঘটে।

নিহত আজগর আলী, পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন শফিক চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা।

তার বাবার নাম ফজল আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের জুন মাসে পটিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার আসামি ছিলেন আজগর। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিলে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে সোমবার ছিল রায় ঘোষণার দিন। আদালত রায়ে আসামি আজগরকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি স্ট্রোক করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, রায় ঘোষণার পর আসামি আজগর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।