চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার অস্ত্র-গুলি উদ্ধারের মামলায় মো. রাজু নামে একজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৭ আগস্ট) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মনুীরার আদালত এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রাজুকে অস্ত্রের জন্য ১০ বছর ও গুলির জন্য ৭ বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে দুটি কারাদণ্ড একসঙ্গে চলবে।
মামলার নথি থেকে জানা যায়, নগরের পাহাড়তলী থানার এ কে খান এলাকায় ২০২৩ সালের ১১ ডিসেম্বর অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও গুলি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা করা হলে মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দেয়।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত নাম অনিচ্ছুক একজন বাংলানিউজকে বলেন, আদালতে রায় ঘোষণার সময় আসামি রাজুর কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজু মাদকাসক্ত ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে দিকে জুতা নিক্ষেপ করা হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে আসামি রাজুকে মেট্টোর হাজত খানায় নিয়ে যায়।
এমআই/পিডি/টিসি