চট্টগ্রাম: গরিব ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসহায়তার ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খাগড়াছড়ির পানছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ডিসেম্বরে পানছড়ি ইউনিয়ন পরিষদের এক হাজার ভিজিএফ কার্ডধারীকে ১৫ কেজি করে ১৫ হাজার কেজি চাল বিতরণের জন্য পানছড়ি ইউপির তৎকালীন চেয়ারম্যান খোরশেদ আলমের নামে বরাদ্দ করা হয় ২০০৮ সালের ডিসেম্বরে। কিন্তু নির্ধারিত ১৫ কেজি করে বিতরণ না করে নিজের ইচ্ছেমতো ১৮৮ জনের কাছে ১০ কেজি করে বিতরণ করেন।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বলেন, আসামি খোরশেদ আলম জামিনে গিয়ে ধার্য দিনগুলোয় হাজির ছিলেন না। তিনি আজ (সোমবার) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।
এমআই/পিডি/টিসি