চট্টগ্রাম: বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ যন্ত্র রাখায় ও অনুমোদন না থাকায় ৪ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে পৌর সদরের বিভিন্ন বিপণি বিতানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পৌর সদরের বিভিন্ন মার্কেট ও রেস্টুরেন্টে অগ্নি নির্বাপণ নিরাপত্তা জোরদার করতে এবং সচেতনতা তৈরির লক্ষ্যে অভিযান চালানো হয়।
অভিযানে মার্কেটগুলোতে যথাযথ অগ্নি নির্বাপণ যন্ত্র ও পানির রিজার্ভার রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এসময় মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটেনগুইশার রাখায় এবং ফায়ার লাইসেন্স না করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনের সংশ্লিষ্ট ধারায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এ অভিযান চলমান থাকবে।
বিই/পিডি/টিসি