চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলায় বাসের ধাক্কায় টিপু সুলতান (২৮) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসটি ভাঙচুর করে।
সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরমা-আনোয়ারা সড়কের কেশুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান চন্দনাইশের বরমা ইউনিয়নের পশ্চিম কেশুয়া গ্রামের বাসিন্দা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন টিপু। পেছন থেকে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় লোকজন একটু উত্তেজিত হয়েছিল। বাস ভাঙচুর করার চেষ্টা করেছিল। আমরা গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।
বিই/পিডি/টিসি