ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাসের ধাক্কায় যুবক নিহত, সড়ক অবরোধ-ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, আগস্ট ৪, ২০২৫
বাসের ধাক্কায় যুবক নিহত, সড়ক অবরোধ-ভাঙচুর

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলায় বাসের ধাক্কায় টিপু সুলতান (২৮) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসটি ভাঙচুর করে।

সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরমা-আনোয়ারা সড়কের কেশুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান চন্দনাইশের বরমা ইউনিয়নের পশ্চিম কেশুয়া গ্রামের বাসিন্দা।

এছাড়া তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সহযোগী সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের বরমা ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন টিপু। পেছন থেকে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় লোকজন একটু উত্তেজিত হয়েছিল। বাস ভাঙচুর করার চেষ্টা করেছিল। আমরা গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।