ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ঘুষের টাকা ও চেকসহ গ্রেপ্তার চেইনম্যানের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, জুলাই ২৯, ২০২৫
ঘুষের টাকা ও চেকসহ গ্রেপ্তার চেইনম্যানের বিচার শুরু দুদক ভবন

চট্টগ্রাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) সাবেক চেইনম্যান (শিকলবাহক) নজরুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৯ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালত এই আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক অফিস সহকারী তছলিম উদ্দিন, এলএ শাখার সাবেক সার্ভেয়ার মো. সেলিম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) মুরাদপুর শাখার সাবেক ব্যবস্থাপক (অপারেশন) ইব্রাহিম মিয়া।

মামলার নথি থেকে জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক চেইনম্যান নজরুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী তছলিম উদ্দিনকে ২০১৯ সালের ৭ নভেম্বর নগরের চিটাগাং শপিং কমপ্লেক্সে নজরুলের স্ত্রীর মালিকানাধীন একটি দোকান থেকে দুদক গ্রেপ্তার করে।

ওই সময় নজরুলের কাছে ঘুষের নগদ ৮ লাখ ৭ হাজার টাকা ও ঘুষ বাবদ বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে নেওয়া ৯১ লাখ ৮৩ হাজার টাকার চেক পাওয়া যায়। এ ঘটনায় দুদক মামলা করে। তদন্ত শেষে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর মামলার অভিযোগপত্র দেয়।  

এতে নজরুল ও তছলিম ছাড়াও এলএ শাখার সাবেক সার্ভেয়ার মো. সেলিম, ‘দালাল’ নাসির আহমেদ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) নগরের মুরাদপুর শাখার সাবেক ব্যবস্থাপক (অপারেশন) ইব্রাহিম মিয়াকে আসামি করা হয়। নাসির আহমেদ পরে মারা গেছেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বাংলানিউজকে বলেন, নগদ টাকা ও চেকের মাধ্যমে ঘুষ নেওয়ার ঘটনায় দুদকের করা মামলায় সাবেক চেইনম্যান নজরুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ধার্য তারিখে সাক্ষ্য শুরু হবে। নজরুল ও তছলিম জামিনে রয়েছেন এবং ইব্রাহিম পলাতক।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।