ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বেবিচক চেয়ারম্যানের ছবি ও ভুয়া নম্বরে প্রতারণার চেষ্টা!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, জুলাই ২৪, ২০২৫
বেবিচক চেয়ারম্যানের ছবি ও ভুয়া নম্বরে প্রতারণার চেষ্টা! ...

চট্টগ্রাম: একটি প্রতারক চক্র বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের ছবি এবং একটি ফোন নম্বর ব্যবহার করে বিভিন্নজনের সঙ্গে যোগাযোগের অভিযোগ পাওয়া যাচ্ছে।  

এ ধরনের কোনো বার্তা বা ফোনো কল পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বেবিচক কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং সবাইকে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর যোগাযোগ থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

সবাইকে বিভ্রান্তি থেকে বিরত থাকার এবং প্রতারণার শিকার না হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানান তিনি।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।