চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে চলমান মশক নিধনের বিশেষ ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে নগরের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের দক্ষিণ খুলশীতে ক্রাশ প্রোগ্রাম চালানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ১ নম্বর রোডের মসজিদ প্রাঙ্গণ থেকে এ কার্যক্রমের সূচনা করেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, জাহাঙ্গীর আলম দুলাল, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী প্রমুখ।
চসিক সূত্রে জানা যায়, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে এ বিশেষ মশক নিধন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
গত ২৯ জুন শুরু হওয়া এই কার্যক্রম আগামী নভেম্বর পর্যন্ত চলমান থাকার কথা থাকলেও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত এটি চলবে।
এআর/পিডি/টিসি