ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ছয় মাসেই চবি শিবিরের দ্বিতীয় কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি পারভেজ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৭, জুলাই ৮, ২০২৫
ছয় মাসেই চবি শিবিরের দ্বিতীয় কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি পারভেজ মোহাম্মদ আলী ও মোহাম্মদ পারভেজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মাত্র ছয় মাসের মধ্যেই দ্বিতীয় বার কমিটি ঘোষণা করলো ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। ২০২৫ সেশনের বাকি ছয় মাস নতুন কমিটি দায়িত্ব পালন করবে।

 

সোমবার (৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক জরুরি সদস্য সমাবেশে এ কমিটি গঠন করা হয়।  

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ সেশানের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন একই সেশানের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ।

 

এদিন সংগঠনটির জরুরি সদস্য সমাবেশে কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ানের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

সভাপতি নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহাম্মদ আলীকে সভাপতি হিসেবে ঘোষণা দেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। একইসঙ্গে তিনি নবনির্বাচিত সভাপতিকে সাংবিধানিক শপথ পাঠ করান।

পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী, সদস্যদের মতামতের ভিত্তিতে মোহাম্মদ পারভেজকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনয়ন প্রদান করেন। সমাবেশ শেষে নবনির্বাচিত নেতাদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।