চট্টগ্রাম: বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে শুক্রবার (৪ জুলাই) থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনের ৪৪তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে এবারের প্রতিযোগিতায় ২৪টি দলে ২৫০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু জানান, ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এবারের প্রতিযোগিতায় ২৪টি দল অংশগ্রহণ করবে।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফেডারেশন সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু। এসময় বর্ষা মৌসুমে এমন ইভেন্ট আয়োজনে প্রতিযোগিতা বাধাগ্রস্ত হবে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, বৃষ্টি হলে আমরা বিকল্প ব্যবস্থা রেখেছি। তাছাড়া যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে মিমাংসীত ইভেন্টের ফলাফলের ভিত্তিতে রেজাল্ট ঠিক করা হবে।
সাইক্লিংয়ের ট্র্যাক ইভেন্টের জন্য সাধারণত ভেলোড্রাম প্রযুক্তির ট্র্যাক ব্যবহার করা হয়। এ প্রতিযোগিতার ট্র্যাক ইভেন্ট ঘাসের মাঠে আয়োজনের পেছনে কারণ জানতে চাইলে ফেডারেশন সম্পাদক জানান, ভেলোড্রাম প্রযুক্তির ট্র্যাক বাংলাদেশে কোথাও নেই। তাছাড়া চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা বেশ উন্নত। বৃষ্টি হওয়া পর ঘণ্টাখানেক মধ্যে তা খেলার উপযোগী করা যায়। তবুও অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকে আমাদের প্রতিযোগিতা আয়োজন করতে হয়।
সংবাদ সম্মেলনে ফেডারেশন এবং সিজেকেএস এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন
এমআর/পিডি/টিসি