ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘৩১ দফা বাস্তবায়ন হলে দেশীয় সংস্কৃতি হারানো ঐতিহ্য ফিরে পাবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, জুন ৪, ২০২৫
‘৩১ দফা বাস্তবায়ন হলে দেশীয় সংস্কৃতি হারানো ঐতিহ্য ফিরে পাবে’ ...

চট্টগ্রাম: জেলা শিল্পকলা একাডেমিতে নান্দনিক চট্টলার আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ষাবরণ উৎসব।  

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।

 

এ সময় তিনি বলেন, বর্ষাবরণ বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। গত পনেরো বছর অপসংস্কৃতির কারণে দেশীয় সংস্কৃতির আয়োজন কুক্ষিগত ছিলো।

জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন কুড়ির আয়োজনের মাধ্যমে শিশুদের সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটিয়েছিলেন। পরবর্তী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নতুন কুড়ির আয়োজনকে অনন্য উচ্চতার নিয়ে গেছেন। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তাবায়ণ হলে বর্ষাবরণ উৎসবের মতো বাংলা সংস্কৃতির আয়োজন দেশব্যাপী ছড়িয়ে যাবে এবং গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরে যাবে।  

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট লায়ন ড. ইসমত আরা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ খান। প্রধান আলোচক ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম ইউসুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ কুদরত-খোদা তোতন।  

শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান ও  তারকা কণ্ঠশিল্পীর গানের পরিবেশনায় পুরো আয়োজন ছিল মুখরিত।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।