ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার মামলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।  

সোমবার (৭ এপ্রিল) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সাইদুর রহমান গাজী এই আদেশ দেন।

দণ্ডিতরা হলেন, বাগেরহাট জেলার মোড়ালগঞ্জ উপজেলার সরদারের বাড়ির ফারুক সরদার (৩৮) ও ভোলা জেলার লালমোহন উপজেলার শামসুল হক (৫০)।  

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট হায়দার মোহাম্মদ সোলাইমান বাংলানিউজকে বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ধর্ষণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ফারুক সরদার ও শামসুল হককে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রায়ের সময় আসামি ফারুক আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি শামসুল হক পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে,  ১৬ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মা একটি পোশাক কারখানায় কাজ করেন ও বাবা ঢাকায় থাকতেন। নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকার একটি ভাড়া বাসায় মায়ের সঙ্গে কিশোরী থাকতেন। ২০২১ সালের ২৮ আগস্ট ওই কিশোরীর মা কর্মস্থলে যাওয়ার পর দুপুরে ফারুক তাকে প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যান। এরপর ওই বাসায় প্রথমে ফারুক ও পরে শামসুল তাকে ধর্ষণ করেন। এরপর ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়েন। পরে জিজ্ঞাসাবাদে ওই কিশোরী তাকে ফারুক ও শামসুল ধর্ষণ করেছে বলে তার মাকে জানান। এ ঘটনায় তার মা বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় ফারুক সরদার ও শামসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ২২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।