ঢাকা, বুধবার, ১৮ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের জনগণ মুক্ত পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করছে: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
দেশের জনগণ মুক্ত পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করছে: আমীর খসরু

চট্টগ্রাম: দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশের জনগণ, চট্টগ্রামবাসী, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন পর বিএনপির নেতাকর্মীরা ও দেশের জনগণ মুক্ত এক পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করছে, এটা সবার জন্য আনন্দের। দেশকে একদলীয় শাসন ও স্বৈরাচার থেকে মুক্ত করতে আন্দোলনে যারা নিহত হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।

আশাকরি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের ত্যাগের মূল্য দিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন এবং দেশে গণতন্ত্রকে সুসংহত করবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।