ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নগরে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, ডিসেম্বর ১৮, ২০২৪
নগরে ছুরিকাঘাতে যুবক খুন ...

চট্টগ্রাম: নগরের বন্দর থানার টিজি কলোনি ময়লার ডিপো এলাকায় জসীম উদ্দীন নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।  

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।

 

পুলিশ জানিয়েছে, ময়লার ভাগাড় থেকে খাবারের উচ্ছিষ্ট সংগ্রহ করতেন জসীম। এসব খাবার বিক্রি করতেন মাছের খামারে।

উচ্ছিষ্ট সংগ্রহ ও বিক্রির ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে তাকে খুন করা হয়।

জসীম উদ্দীনের চাচা বশির উদ্দীন বলেন, খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে জসীমের সঙ্গে কয়েকজনের ঝামেলা হয়েছিল। রাতে বাসার সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা কাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা করা হবে।

বন্দর থানার ওসি কাজী সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।