চট্টগ্রাম: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া ট্রলার ছেড়ে ভাসতে থাকা পাঁচজনকে উদ্ধার করেছে চট্টগ্রাম বন্দরের পাইলট বোট ‘দিশারি-২’।
বুধবার (৬ আগস্ট) তাদের উদ্ধার করে বোটটির নাবিকরা।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।
তিনি বলেন, আজ মুভমেন্টের সময় পাইলট বোর্ডিং গ্রাউন্ডে একটা ফিশিং ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যাচ্ছিল এবং সেখানে ৫ জন লোক ছিল তারা পানিতে ভাসমান অবস্থায় ছিল।
উদ্ধারকারীদের ট্রলার মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বন্দর সচিব।
এআর/পিডি/টিসি