ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাগরে ভাসতে থাকা ৫ জেলেকে উদ্ধার করলো ‘দিশারি ২’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, আগস্ট ৬, ২০২৫
সাগরে ভাসতে থাকা ৫ জেলেকে উদ্ধার করলো ‘দিশারি ২’

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া ট্রলার ছেড়ে ভাসতে থাকা পাঁচজনকে উদ্ধার করেছে চট্টগ্রাম বন্দরের পাইলট বোট ‘দিশারি-২’।

বুধবার (৬ আগস্ট) তাদের উদ্ধার করে বোটটির নাবিকরা।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।  

তিনি বলেন, আজ মুভমেন্টের সময় পাইলট বোর্ডিং গ্রাউন্ডে একটা ফিশিং ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যাচ্ছিল এবং সেখানে ৫ জন লোক ছিল তারা পানিতে ভাসমান অবস্থায় ছিল।

‘দিশারি ২’ সর্বোচ্চ চেষ্টা করে তাদের উদ্ধার করে।

উদ্ধারকারীদের ট্রলার মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বন্দর সচিব।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।