ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আবর্জনা পরিষ্কারের পারফরম্যান্স দিন দিন খারাপ হচ্ছে: মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, আগস্ট ৬, ২০২৫
আবর্জনা পরিষ্কারের পারফরম্যান্স দিন দিন খারাপ হচ্ছে: মেয়র শাহাদাত চসিক মেয়র

চট্টগ্রাম: পরিচ্ছন্নতা কার্যক্রমে গাফিলতির জন্য ক্ষোভ প্রকাশ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ময়লা-আবর্জনা পরিষ্কারের পারফরম্যান্স দিন দিন খারাপ হচ্ছে। শুরুতে দুই-তিন মাস ভালো ছিল, কিন্তু এখন স্ট্যান্ডার্ডের নিচে নেমে গেছে।

প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে বলছি, সুপারভাইজারদের নিয়ে বসে ওয়ার্ডভিত্তিক কাজের অগ্রগতি খতিয়ে দেখুন। কোনো অজুহাত শুনব না।

আমি যেকোনো সময় না বলে রাতে ওয়ার্ড পরিদর্শনে যেতে পারি। সেখান গিয়ে যদি দেখি পরিচ্ছন্নতার দায়িত্বে কেউ নেই, তাহলে দায় আপনাদের নিতে হবে। চাকরি হারালে আর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।

বুধবার (৬ আগস্ট) লালদীঘি পাড়ের চসিক পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে টিসিবি কার্ড বিতরণ ও নগর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মশক নিধন অভিযানেও অসন্তোষ প্রকাশ করে মেয়র বলেন, অনেক ওয়ার্ডে মশক নিধনের কার্যক্রম এখন অনেকটাই কমে গেছে। আগ্রাবাদে গিয়ে দেখলাম, যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ স্প্রে করা হয়েছে, পরে কাজ বন্ধ। এভাবে হবে না। অভিযানগুলো তদারকি করে নিয়মিত চালাতে হবে। প্রয়োজনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করতে হবে। জনগণের দুর্ভোগ কমাতে হলে শুধু কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে ছাড় দেওয়া হবে না।

মেয়র বলেন, আজকে মূলত আপনাদের সাথে যে মত বিনিময়ের আয়োজন করা হয়েছে তার কারণ হলো সাম্প্রতিক সময়ে কিছু সমস্যা আমার চোখে পড়ছে। যেগুলো অত্যন্ত জনসম্পৃক্ত। যেগুলোর কারণে আমি মনে করছি করপোরেশনের ভাবমূর্তি এজ ওয়েল এজ আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এগুলো হচ্ছে প্রতিটি ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ স্ল্যাব ও ম্যানহোল। খাল-নালা পরিষ্কারে গাফিলতি। ময়লা আবর্জনা পরিষ্কারে গাফিলতি। মশক নিধন অভিযানে শৈথিল্য। রাস্তার গর্ত। এ সমস্যাগুলো সমাধান করতে চাই।  

স্ল্যাব প্রসঙ্গে মেয়র বলেন, যেহেতু খাল-নালার স্ল্যাবগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে সম্পর্কিত আর স্ল্যাব খুলে কিন্তু ময়লাগুলো নিতে হচ্ছে এবং সাম্প্রতিক নালাগুলো আমরা ক্লিন করেছি সেহেতু আমি আপনাদের সতর্ক করতে চাই যাতে দ্রুত এগুলো ক্লিন করার পরে আবার যাতে ঢেকে দেওয়া হয়। যেকোনো মুহূর্তে যেগুলো এক্সিডেন্ট করতে পারে। আজকে আমি চকবাজার, কাপাসগোলা, উর্দুগলি, মুন্সিপুকুর পাড়, কাতালগঞ্জ,  বৌদ্ধ মন্দির এসব জায়গায় আমি আজকে ঘুরেছি। আমি দেখেছি বিভিন্ন নালা পরিষ্কার করার জন্য স্ল্যাবগুলো তারা খুলছে।

উন্মুক্ত খাল-নালা জীবনের ঝুঁকি তৈরি করছে। সিভিল এবং পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজাররা এ বিষয়টির সমাধান করবেন। আপনারা ঝুকিপূর্ণ স্ল্যাব এবং উন্মুক্ত যত নালা পাবেন সেগুলো দেখবেন। এ ব্যাপারে তালিকা করে আপনারা ওয়ার্ড ভিত্তিক একটা বাজেট করে ফেলবেন। বাজেট করে সিভিলের সুপারভাইজাররা এটা চিফ ইঞ্জিনিয়ার সাহেবের কাছে এবং পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজাররা প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার কাছে জমা দেবেন। আগামী বুধবার আমি আবারো আপনাদের সাথে বসে এ ব্যাপারে জবাবদিহি নেব। যেসব জায়গায় খাল বা নালায় স্ল্যাব উন্মুক্ত ফেলে রাখা হয়েছে, সেগুলো লাল পতাকা দিয়ে চিহ্নিত করবেন।  

টিসিবি কার্ড বিতরণের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে মেয়র বলেন, টিসিবির মাত্র ৪০ হাজার কার্ড একটিভ হয়েছে। আমি নিজেই ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে দেখব কী অবস্থা। কার্ড বিতরণের সংখ্যা এক হাজারের নিচে থাকা ওয়ার্ডগুলো তালিকা করে পরিদর্শনে যাব। প্রতিদিন অন্তত দুইটি করে ওয়ার্ড ভিজিট করব। পারফরমেন্স যদি ভালো না হয়, আমি নিজেই যাচাই করব।

গরিব ও নিম্ন-মধ্যবিত্ত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে মেয়র বলেন, টিসিবি কার্ড বিতরণে শুধু প্রকৃত গরিবদের নাম থাকতে হবে। নিম্ন-মধ্যবিত্তরাও প্রাধান্য পাবে। ধনী মানুষকে কার্ড দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি অনিয়ম করে, সে আমার ছোট ভাই হলেও ছাড় দেওয়া হবে না। দুর্নীতি করলে চাকরিও থাকবে না।

প্রকৌশল বিভাগের উদ্দেশে মেয়র বলেন, আমি নিউমার্কেট থেকে টাইগারপাস পর্যন্ত রাস্তার গর্ত দেখে এসেছি। এটা সহ্য করা যায় না। তাই দ্রুত তালিকা করে ৪১ ওয়ার্ডে রাস্তার গর্ত সংস্কারের কাজ শুরু করতে হবে। এক সপ্তাহের মধ্যে কাজ শুরুর প্রস্তুতি নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান প্রমুখ।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।