চট্টগ্রাম: রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই গৃহবধূর নাম পাখি আকতার (৫৩)।
বুধবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে ওই নারী একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। বুধবার ভোরে আরেকটি কক্ষে ছাদের বিমের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্বামী মুহাম্মদ বাহাদুর। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
মুহাম্মদ বাহাদুর বলেন, তিনি ও তার দুই ছেলে রিকশা চালান। তার স্ত্রী কয়েকটি ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছিল। প্রতি মাসে ১৮ থেকে ২০ হাজার টাকার দিতে হয়। ঋণের চাপে তার স্ত্রী আত্মহত্যা করেছে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঋণের চাপে ওই গৃহবধূ আত্মহত্যা করেন বলে পরিবার দাবি করেছে।
এসি/টিসি