চট্টগ্রাম: সাতকানিয়ায় বিশেষজ্ঞ ডিগ্রি ছাড়াই জটিল রোগের চিকিৎসা, অপারেশন ও অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের অভিযোগে দুই পল্লী চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ঠাকুরদিঘীরপাড়ের মসজিদ মার্কেটের আন-নুর সেবা সেন্টার ও ছমদিয়া পুকুরপাড়ের মেডিকেল সেন্টার ফার্মেসিতে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, মো. এহসান হাবীব ও সুকুমার দে নামে ওই দুই পল্লী চিকিৎসক অবৈধভাবে অপারেশন, জীবনরক্ষাকারী ওষুধের অযাচিত ব্যবহার এবং নিজেদের জটিল রোগের বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অনিয়ম ধরা পড়ে। পরে অর্থদণ্ডের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে অঙ্গীকারনামা নেওয়া হয়।
বিই/পিডি/টিসি