ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রেমিট্যান্স যোদ্ধা মহসিনের লাশ দেশে আনতে সরকারের সহায়তা চান পরিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, আগস্ট ৬, ২০২৫
রেমিট্যান্স যোদ্ধা মহসিনের লাশ দেশে আনতে সরকারের সহায়তা চান পরিবার

চট্টগ্রাম; মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই প্রবাসী সহোদরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বোয়ালখালী উপজেলায়। বোয়ালখালী উপজেলার পূর্ব সৈয়দ নগরের প্রবাসী আবুল মনছুরের পর মারা গেলেন তাঁর ছোট ভাই আবুল মহসিনও।

আবুল মহসিন ৫ আগস্ট সৌদি আরবের রিয়াদস্থ জয়মাহিয়ান ডিস্ট্রিক এর রস্তানুরা থানার রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে মারা যান। গত দুই যুগের বেশি প্রবাসে কাটানো এই রেমিট্যান্স যোদ্ধার লাশ ওই হাসপাতালের মর্গে আছে।
দেশে আনতে সরকারের সহায়তা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

জানা গেছে, আবুল মহসিনের ১২ বছর বয়সী এক ছেলে সন্তান ও ৮ বছর বয়সী এক মেয়ে সন্তান আছে।  

তাঁর স্ত্রী জানান, বর্তমানে তাদের আর্থিক অবস্থা শোচনীয়। আর্থিক সংকটের কারণে সৌদি আরবে থাকা মহসিনের লাশ তাদের পক্ষে দেশে আনা সম্ভব হচ্ছে না। মহসিনের লাশ দেশে আনার জন্য সরকারের সহায়তা কামনা করেন।

আবুল মহসিনের বড় ভাই আবুল মনসুর ওমানে কর্মরত ছিলেন। মনসুর কোরবানির ঈদ উদযাপন করতে দেশে আসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুলাই মারা যান। সপ্তাহের ব্যবধানে দুই প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।