চট্টগ্রাম: বেকারিতে অস্বাস্থ্যকর-অপরিচ্ছন্ন পরিবেশ, খাদ্যদ্রব্যে তেলাপোকার অবাধ বিচরণ, খাদ্য তৈরির স্থানে ইঁদুরের বাসা, মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার, কেমিক্যাল রং খাবারে ব্যবহার এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ। এসব ধরা পড়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে পরিচালিত তদারকি অভিযানে।
বুধবার (৬ আগস্ট) নগরের এনায়েত বাজারের বাটালি রোডের তোফা ফুড প্রোডাক্টস নামের বেকারিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানিয়েছেন, ওই বেকারিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে কারখানায় বিদ্যমান সব ধরনের অসঙ্গতি দূরীকরণের জন্য সময় দিয়ে সতর্ক ও সচেতন করা হয়।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
এআর/পিডি/টিসি