ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাবেক এমপি লতিফ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, আগস্ট ৯, ২০২৪
সাবেক এমপি লতিফ আটক

চট্টগ্রাম: চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) সদ্য সাবেক সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সদস্য এম এ লতিফকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের মাদারবাড়ি নসু মালুম মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে তাকে জনরোষ থেকে উদ্ধার করে সেনাবাহিনী।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে পূর্ব মাদারবাড়ির নসু মালুম মসজিদে জমার নামাজ আদায় করেন সাবেক এমপি লতিফ।

উপস্থিতি টের পেয়ে লতিফকে ঘিরে ধরেন স্থানীয়রা। অবস্থা বেগতিক দেখে মসজিদ সংলগ্ন এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন লতিফ। স্থানীয়রা ওই বাড়ি ঘিরে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর একটি দল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনীর একটি টিম।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।