ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষ, যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, মার্চ ২১, ২০২৪
রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষ, যুবক নিহত ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ আবদুল হান্নান (৩৪) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী আপন ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আবদুল হান্নান চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে।  

রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, মাছবোঝায় ট্রাকটি মরিয়মনগর বাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো।

অন্যদিকে সিএনজি অটোরিকশাটি বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে রোয়াজারহাট আসছিলো। গাড়ি দুটি ইছাখালী আপন ক্লাবের সামনে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে গেছে সিএনজি অটোরিকশাটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশা চালক আবদুল হান্নানের। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।