ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় বন্যার পানিতে নিখোঁজ কৃষক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, আগস্ট ৮, ২০২৩
লোহাগাড়ায় বন্যার পানিতে নিখোঁজ কৃষক ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় বন্যার পানিতে ডুবে আসহাব মিয়া (৬৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিখোঁজ হলেও এখনও সন্ধান মেলেনি।

 

নিখোঁজ আসহাব মিয়া আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ চট্টলা পাড়ার মৃত কালা মিয়ার পুত্র।

জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পদুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় পানির স্রোতে ভেসে যান তিনি।

 এরপর থেকে এখনও খোঁজ মেলেনি।  

নিখোঁজের সন্ধানে আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম ইউনুচ ।  

তিনি জানান, আসহাব মিয়ার নিঁখোজের খবর শুনেছি। তাকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। ভারি বর্ষণের কারণে পাহাড়ি ঢলে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ায় একটু বেগ পেতে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।