ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নিচু এলাকায় জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, আগস্ট ৭, ২০২৫
নিচু এলাকায় জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ  ...

চট্টগ্রাম: নগরের আমবাগানে ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতটুকু বৃষ্টিতে নগরের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আগ্রাবাদসহ বিভিন্ন সড়কের ওপর হাঁটুপানি জমেছে। অক্সিজেন এলাকায় একটি সেতু পাহাড়ি ঢলে ভেঙে দেবে গেছে।
 

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে চট্টগ্রামে।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গায় বৃষ্টি রেকর্ড হয়েছে ৩২ মিলিমিটার। একই সময়ে আমবাগান কেন্দ্রে  বৃষ্টি রেকর্ড হয়েছে ৮১ মিলিমিটার।  

জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিশেষ করে শিক্ষার্থী, অফিসগামী মানুষ, পথচারী, খেটে খাওয়া মানুষ। গণপরিবহন কম থাকায় অনেকে পায়ে হেঁটে, বেশি ভাড়ার রিকশায় জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে দেখা গেছে।  

আগ্রাবাদ এলাকার বাসিন্দা রফিক আহমদ জানান, জলাবদ্ধতা চট্টগ্রামের জন্য অভিশাপ। একেতো অপরিকল্পিত ভবন নির্মাণ, খাল ও নালা দখল, জলাধারে আবাসিক প্রকল্প, পাহাড়কাটার প্রতিযোগিতা চলছে তার ওপর কাপ্তাই হ্রদের পানি ছাড়া, নদীতে জোয়ার, পাহাড়ি ঢল মিলে নিচু এলাকার মানুষ আতঙ্কিত।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।