ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রেজা, সম্পাদক দেবদুলাল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৩, ডিসেম্বর ৩১, ২০২২
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রেজা, সম্পাদক দেবদুলাল

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সালাউদ্দিন রেজা সভাপতি ও দেবদুলাল ভৌমিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে চৌধুরী ফরিদ সিনিয়র সহ-সভাপতি, মনজুর কাদের মনজু সহ-সভাপতি, শহীদুল্লাহ শাহরিয়ার যুগ্ম সম্পাদক, রাশেদ মাহমুদ অর্থ সম্পাদক, নাসির উদ্দিন হায়দার সাংস্কৃতিক সম্পাদক, সোহেল সরওয়ার ক্রীড়া সম্পাদক, কুতুব উদ্দিন গ্রন্থাগার সম্পাদক, আল রাহমান সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক, খোরশেদুল আলম শামীম প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জসিম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

সোহেল সরওয়ার সর্বোচ্চ ১৯১ ভোট পেয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত  ভোট গ্রহণ হয়।

২৫৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

রাতে বঙ্গবন্ধু হলে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ওমর কায়সার।  

বাংলাদেশ সময়ঃ ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।