ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শচীনকে অনুসরণ করতে বললো মুম্বাই পুলিশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, এপ্রিল ২৪, ২০১৮
শচীনকে অনুসরণ করতে বললো মুম্বাই পুলিশ ছবি: সংগৃহীত

নিজের ক্যারিয়ারের ৪৫তম জন্মদিন উদযাপন করছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। আর কিংবদন্তি এ তারকার জন্মদিনে তাকে সম্মান জানালো মুম্বাই পুলিশ। তবে একটু অন্যরকমভাবে। রাস্তায় নিরাপদে চলতে শচীনকে অনুসরণ করার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় তারা।

এক টুইটে মুম্বাই পুলিশ লিখে, ‘হেলমেট পড়ে লিটল মাস্টার দুর্দান্ত সব রেকর্ড গড়েছেন! কেমন হয় যদি তার পদাঙ্ককে অনুসরণ করা যায়। ’

এই ক্যাপশনের সঙ্গে মুম্বাই পুলিশ শচীনের তিনটি ভিন্ন ছবি এক সঙ্গে জোড়া লাগিয়ে পোস্ট করে।

যেখানে দেখা যায় অসংখ্য রেকর্ডের মালিক শচীন হেলমেট ব্যবহার করছেন।

এই অনুসরণ বলতে মুম্বাই পুলিশ বুঝিয়েছে, রাস্তায় যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তারা যেন সবসময় হেলমেট পড়ে থাকেন।

শচীনকে অবশ্য এর আগে বেশ কয়েকবার এমন সচেতনেতামূলক কাজ করতে দেখা গেছে। ট্রাফিক জ্যামের একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে তিনি এক মোটরসাইকেল চালককে বলছিলেন, কথা দিন পরেরবার হেলমেট পড়বেন।

এছাড়া শচীনের আরও একটি পোস্ট দেখা যায়, তিনি সিট বেল্ট গায়ে চাপিয়ে গাড়িতে বসে আছেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।