ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ক্রিকেট

ম্যাক্সওয়েল-গ্রিন ঝড়ে অস্ট্রেলিয়ার চারে চার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, জুলাই ২৭, ২০২৫
ম্যাক্সওয়েল-গ্রিন ঝড়ে অস্ট্রেলিয়ার চারে চার ব্যাট হাতে দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন ক্যামেরন গ্রিন/সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি সিরিজে পরপর হার যেন পিছু ছাড়ছে না ওয়েস্ট ইন্ডিজের। পাঁচ ম্যাচের সিরিজে টানা হারের ধারায় আরেকটি পরাজয় যোগ হলো—অস্ট্রেলিয়ার কাছে তিন উইকেটে হেরে গেল ক্যারিবীয়রা।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচের উত্তেজনা পৌঁছেছিল শেষ ওভারে, কিন্তু ক্যামেরন গ্রিনের ৩৫ বলে ৫৫ রানের ঝকঝকে ইনিংসে চার বল বাকি থাকতেই জয় তুলে নেয় অজিরা। এটি সিরিজে অস্ট্রেলিয়ার টানা চতুর্থ জয়। সিরিজে তারা ৪-০ ব্যবধানে এগিয়ে আছে।

এর আগে টস জিতে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ব্যাটিংয়ে নেমে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ব্র্যান্ডন কিং শুরুটা ভালো করলেও তাকে থামান জ্যাভিয়ার বার্টলেট। অধিনায়ক শাই হোপ স্বল্প রানে মিড-অন অঞ্চলে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দেন। রোস্টন চেইস গোল্ডেন ডাক মেরে ফিরে যান অ্যারন হার্ডির বলে। পাওয়ারপ্লের পর ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৫৮/৩।

শেরফানে রাদারফোর্ড ১৫ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৩১ রানের ঝড় তোলেন। তবে অ্যাডাম জাম্পা তার ইনিংসে ছেদ টানেন। হেটমায়ার অবশ্য পরের ওভারে অ্যাবটকে দু’টি ছক্কায় চাপে ফেলেন, কিন্তু তিনিও ফেরেন ৯ম ওভারে। ১০ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ১১১/৫।

হার্ডি নিজের শেষ ওভারে স্লোয়ারে ফেরান রভম্যান পাওয়েলকে (২২ বলে ২৮)। এরপর রোমারিও শেফার্ড অ্যাবটকে তিনটি চার ও একটি ছক্কায় চাপে ফেলেন। কিন্তু ফিরতি ওভারে জাম্পা তার উইকেট তুলে নেন। অ্যাবটের শেষ ওভারে ম্যাথিউ ফোর্ড মারেন দুই ছক্কা, তবে ৭ বলে ১৫ রান করে তিনিও ফিরে যান। অ্যাবট তার চার ওভারে দেন ৬১ রান। শেষ ওভারে বৃষ্টি ব্যাঘাত ঘটালেও নাথান এলিসের কিপটে ওভারে মাত্র ২ রান আসে। ওয়েস্ট ইন্ডিজ থামে ২০৫/৯-এ।

বল হাতে দুর্দান্ত শুরু এনে দেন তরুণ জেডিয়াহ ব্লেডস। প্রথম স্পেলেই মার্শকে ফিরিয়ে নেন শূন্য রানে। এরপর জশ ইংলিস এবং ম্যাক্সওয়েল মিলে রানের গতি বাড়ান। পাওয়ারপ্লেতে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৬৬/১। ২৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইংলিস। পরে শেফার্ড তাকে ফিরিয়ে দেন। তার ব্যাট থেকে আসে ৩০ বলে ৫১ রান, ১০ চার ও এক ছক্কায়।

ম্যাক্সওয়েল ১৮ বলে ছয়টি ছক্কা ও একটি চারে ৪৭ রান করে আকিল হোসেনের বলে আউট হন। এরপর আও দুটি উইকেট পড়ে যায়—মিচেল ওয়েন ও কুপার কনোলি দু’জনেই দ্রুত ফেরেন। তবু থামেননি ক্যামেরন গ্রিন। ফিল্ডিংয়ের ভুল, ক্যাচ পড়া—সবকিছু মিলে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে চাপ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।

১৭তম ওভারে জেসন হোল্ডারের বলে আউট হন হার্ডি (১৬ বলে ২৩)। গ্রিন ৩০ বলে ফিফটি করেন, যা দলের জয়ে বড় ভূমিকা রাখে। শেষদিকে বার্টলেট রানআউট হলেও জয়ের পথে আর কোনো বিপত্তি হয়নি।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।