লম্বা সময় পর গিয়েছিলেন সেঞ্চুরির দুয়ারে। কিন্তু টপকাতে পারলেন না সেই দুয়ার।
৮৬ বলা গড়া ৯১ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ৪ ছক্কায়। এর আগে একই পথ ধরেছিলেন সাইফ হাসান। উড়ন্ত শুরুর জুটিটা ভাঙে তার বিদায়েই। ২৬তম ওভারে রস্টন চেজের বল উড়িয়ে মারেন তিনিও। লং অফে গ্রেভসের তালুবন্দি হয়ে ফেরেন ৮০ রানে। সাইফের এই ৭২ বলের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৬ ছক্কায়। তাদের জুটিটি হয়েছিল ১৭৬ রানের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০১ রান।
এর আগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শুরুর ম্যাচে জিতে পরের ম্যাচে সুপার ওভারে গিয়ে হারে তার দল। এই ম্যাচই ভাগ্য গড়ে দেবে সিরিজের। জয়ের লক্ষ্য নিয়েই ব্যাট করতে নেমেছিলেন সাইফ ও সৌম্য। শুরুটা দারুণও করেছেন তারা। গড়েছেন ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ডও। সর্বোচ্চ রেকর্ডটি লিটন দাস ও তামিম ইকবালের। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুর জুটিতে তারা যোগ করেন ২৯২ রান।
আরইউ