আসন্ন প্রথম বিভাগ ক্রিকেট লিগের সম্ভাব্য ভেন্যুর তালিকায় এবার নতুনভাবে যুক্ত হয়েছে বসুন্ধরা মাঠ। মোহাম্মদপুরের সিলিকন, বিকেএসপির এক ও দুই নম্বর গ্রাউন্ড, কেরানীগঞ্জের তেঘরিয়া ছাড়াও এবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সেও ম্যাচ আয়োজনের কথা ভাবছে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)।
বিকেএসপির মাঠ এনসিএল সূচির কারণে কিছুদিনের জন্য খালি না থাকায় বিকল্প হিসেবে বসুন্ধরা মাঠ ব্যবহারের সম্ভাবনা তৈরি হয়েছে।
সিসিডিএম চেয়ারম্যান জানিয়েছেন, মাঠসংক্রান্ত সংকট এবার কিছুটা কমবে। বসুন্ধরা মাঠ ব্যবহারের দিকেও আমরা গুরুত্ব দিচ্ছি।
এছাড়া, ক্লাবগুলোর দীর্ঘদিনের দাবি মেনে অ্যাপিয়ারেন্স মানি ৫০ শতাংশ বৃদ্ধি, প্রাইজমানি, ট্রান্সপোর্ট অ্যালাউন্স ও জার্সি অনুদান বৃদ্ধির ঘোষণা এসেছে।
বসুন্ধরা মাঠে লিগ আয়োজনের পরিকল্পনা ঢাকায় ঘরোয়া ক্রিকেটের জন্য হতে যাচ্ছে এক নতুন অধ্যায়ের সূচনা।
এফবি