ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ক্লাব ক্রিকেটের অনিয়ম স্বীকার করে সমাধানের আশ্বাস বিসিবির

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, অক্টোবর ২২, ২০২৫
ক্লাব ক্রিকেটের অনিয়ম স্বীকার করে সমাধানের আশ্বাস বিসিবির সংগৃহীত ছবি

দেশের ক্লাব ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা নানা অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে যে সমালোচনা চলছে, অবশেষে তা স্বীকার করে নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

বোর্ডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান আদনান রুহুল আমিন দীপন এই সমস্যাগুলো সমাধানের জন্য সময় চেয়েছেন এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সম্প্রতি এক বক্তব্যে দীপন বলেন, 'আমরা জানি ক্লাবগুলোর কিছু সমস্যা রয়েছে। এসব ঠিক করতে আমাদের একটু সময় লাগবে। আমরা সমাধানের কাজ শুরু করেছি, আশা করি আগামী বছর অনেক কিছুই পরিবর্তন আনতে পারব। '

চলতি মৌসুমে তড়িঘড়ি করে লিগ আয়োজনের বিষয়েও কথা বলেন তিনি। বিসিবির এই কর্মকর্তা জানান, সময় স্বল্পতার কারণেই এবার অনেক পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।  

তিনি যোগ করেন, 'প্রতিবছর আমাদের ক্রিকেট মৌসুম জুন থেকে জুন পর্যন্ত চলে। কিন্তু এবার সময় সংকটের কারণে এপ্রিল-মের মধ্যেই শেষ করতে হচ্ছে। এজন্য প্রস্তুতির কিছু ঘাটতি ছিল, অনেক কিছু সংক্ষিপ্ত করতে হয়েছে। তাই এবার সবকিছু আমরা পরিকল্পনামতো বাস্তবায়ন করতে পারিনি। '

তবে আগামী মৌসুম থেকে ঘরোয়া ক্রিকেটের কাঠামো ও সূচিতে পরিবর্তন আনার ব্যাপারে আশাবাদী দীপন। তিনি জানান, খেলোয়াড় ও ক্লাব উভয়ের উন্নতির স্বার্থেই আগামী মৌসুম থেকে ঘরোয়া ক্রিকেটে নতুনত্ব আনার উদ্যোগ নেওয়া হবে।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।