ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে মিরপুরের উইকেটে রানের দেখা পেলো বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে টাইগাররা ৮ উইকেটে ২৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে।
ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালান দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। পাওয়ার প্লেতে নিয়ন্ত্রিত ঝুঁকি নিয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন তারা। দুজনের ১৭৬ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি বাংলাদেশকে বড় সংগ্রহের শক্ত ভিত গড়ে দেয়, যা ম্যাচের শুরুতেই টাইগারদের চালকের আসনে বসিয়ে দেয়।
মাত্র ৭২ বলে ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮০ রানের এক ঝলমলে ইনিংস খেলেন সাইফ হাসান। অন্য প্রান্তে, সৌম্য সরকারও তার পুরনো বিধ্বংসী রূপে ফিরে ৮৬ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৯১ রান করেন। তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন দুই ওপেনার।
এই জুটি ভাঙার পর বাংলাদেশের ইনিংসের গতি কিছুটা মন্থর হয়ে পড়ে। নাজমুল হোসেন শান্ত (৫৫ বলে ৪৪) এবং তাওহীদ হৃদয় (৪৪ বলে ২৮) ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট পতনে বড় স্কোরের সম্ভাবনা কিছুটা কমে যায়। শেষদিকে রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাসুম আহমেদরা তেমন বড় অবদান রাখতে পারেননি।
তবে ইনিংসের একেবারে শেষে নুরুল হাসান সোহান ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্রুত রান তোলার চেষ্টা করেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে মিরাজ করেন ১৭ রান। সোহান মাত্র ৮ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩০০ ছুঁইছুঁই।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে স্পিনার আকিল হোসেন ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪১ রানের বিনিময়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া আথানাজে ২টি এবং মতি ও চেজ একটি করে উইকেট লাভ করেন।
এমএইচএম