“দ্য ফ্লায়ার্স কর্পোরেট কাপ ২০২৫, ভলিউম V” ২৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম দিনেই বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল গ্রাউন্ডে খেলতে এসে নিজেদের মুগ্ধতা প্রকাশ করলেন আয়োজক এবং খেলোয়াড়রা।
এবারের আসরে মোট ১৫টি দল অংশ নিচ্ছে, যেগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। অংশগ্রহণকারী দলের মধ্যে রয়েছে বিকাশ, সিটি ব্যাংক, ইউসিবি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবিএল), ও অন্যান্য শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান। আয়োজক বসুন্ধরা স্পোর্টস সিটির নিজস্ব দলও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
এই টুর্নামেন্টে থাকছে তিনটি বিভাগ – কাপ, প্লেট ও বোল – যার ফলে গ্রুপ পর্ব শেষে কোনো দল বাদ পড়বে না। প্রতিটি দলই তাদের সামর্থ্য অনুযায়ী চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।
আয়োজক প্রতিষ্ঠান ফ্লাইয়ারর্স স্পোর্টসের সিইও এন্ড ম্যানেজিং পার্টনার আশিক জামান বলেন, ' আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট করে থাকি। এটা আমাদের পঞ্চম কর্পরেট টুর্নামেন্ট। সত্যি বলতে আমি মুগ্ধ। এখানকার সুযোগ সুবিধা বিশ্বমানের৷ এক যায়গাতেই সব কিছু আছে আছে। এমনটা আর কোথাও নেই। '
টুর্নামেন্টে অংশ নেওয়া এক খেলোয়াড় বললেন, ' কয়েকদিন আগেও আমি এখানে এসেছি। এখানে সুযোগ-সুবিধা দেখে আমি বিমোহিত। এসব সুযোগ-সুবিধা দেখে কিশোর এবং যুবকরা ফুটবলের প্রতি আগ্রহী হবে বলে আমি বিশ্বাস করি। '
প্রতিযোগিতার ম্যাচগুলো শুরু হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে, এবং শুক্রবার ও শনিবার শুরু হবে বিকেল ৩টা থেকে।
এআর