আবুধাবিতে বাংলাদেশ দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরানের ৯৫ রানের ইনিংস এবং মোহাম্মদ নবির ঝড়ো ফিফটিতে ভর করে তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২৯৩ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভালো করে আফগান ওপেনাররা। ওপেনিং ব্যাটাররা যোগ করেন ৯৯ রান। রহমতুল্লাহ গুরবাজ ৪২ রান করে তানভির ইসলামের বলে এলবিডব্লিউ হন। এরপর ইব্রাহিম জাদরান একপ্রান্ত আগলে রেখে খেলেন ১১১ বলে ৯৫ রানের ইনিংস, যাতে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। তবে রানআউট হয়ে তিনি ফিরে সেঞ্চুরির আশা ধূলিসাৎ করেন।
তৃতীয় উইকেটে সোহরাব আতাল করেন ২৯ রান। কিন্তু ইনিংসের মাঝপথে দ্রুতই উইকেট হারায় আফগানরা। অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি (২) ও ইকরাম আখিল (২) দ্রুত আউট হন।
তবে শেষ দিকে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। মাত্র ৩৭ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা। তার সঙ্গে ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আজমাতউল্লাহ ওমরজাই (২০) ও নূর আহমেদ খারোতে (১০)। শেষ পর্যন্ত আফগানিস্তান ৫০ ওভারে ৯ উইকেটে করে ২৯৩ রান।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন সাইফ হাসান। মাত্র ৪ ওভারে ১ মেডেনসহ ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। তানভির ইসলাম নিয়েছেন ২ উইকেট (১০ ওভারে ৪৬ রান), হাসান মাহমুদ ২ উইকেট (৬ ওভারে ৫৭ রান), মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ১টি উইকেট। রিশাদ হোসেন ও নাহিদ রানা উইকেটশূন্য ছিলেন।
শেষ ১০ ওভারে আফগানরা তুলেছে ৮২ রান মূলত নবির ঝড়ো ব্যাটিংয়েই। বাংলাদেশ দলকে এখন ম্যাচ জিততে হলে করতে হবে ২৯৪ রান না হয় পেতে হবে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ।
এফবি