ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে বগুড়া-রাজশাহীতে লড়বে বাংলাদেশের যুবারা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, অক্টোবর ১৪, ২০২৫
আফগানিস্তানের বিপক্ষে বগুড়া-রাজশাহীতে লড়বে বাংলাদেশের যুবারা

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত সাফল্য পাওয়ার পর এবার নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগামী ২০ অক্টোবর বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।

রাজশাহীতে এখন অনুশীলন শুরু করেছে তরুণ টাইগাররা। সিরিজের প্রথম দুই ম্যাচ হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে ২৮ ও ৩১ অক্টোবর। এরপর রাজশাহী স্টেডিয়ামে হবে বাকি তিন ম্যাচ যথাক্রমে ৩, ৬ ও ৯ নভেম্বর।

দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ জয়ের পর ইংল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে পাঁচ ম্যাচের সিরিজের তিনটি ম্যাচই বাতিল হয়ে যায়। বাকি দুটি ম্যাচে ১-১ সমতায় শেষ হয় সিরিজ।

চলতি বছর ব্যস্ত সময় পার করছে যুবা দল। নভেম্বরের সিরিজ শেষে ডিসেম্বরের শুরুতেই বসবে যুব এশিয়া কাপের আসর। এছাড়া আগামী জানুয়ারিতে জিম্বাবুয়েতে পর্দা উঠবে যুব বিশ্বকাপের।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।