নারী ওয়ানডে বিশ্বকাপে ব্যক্তিগত নৈপুণ্যের পুরস্কার পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন একাধিক টাইগ্রেস।
বোলারদের র্যাংকিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন স্পিনাররা। বিশ্বকাপে আলো ছড়ানো রাবেয়া খান তিন ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন। তবে সবচেয়ে বড় উন্নতি হয়েছে ফাহিমা খাতুনের; এক লাফে ১৮ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ২৭ নম্বরে। অন্যদিকে, শীর্ষ দশে থাকা নাহিদা আক্তার দুই ধাপ পিছিয়ে ১১ নম্বরে নেমে গেছেন। পেসার মারুফা আক্তারও অবনমনে ৪৫তম স্থানে রয়েছেন।
ব্যাট হাতেও বিশ্বকাপে ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন তরুণ ব্যাটার সোবহানা মোস্তারী। র্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়ে তিনি এখন ৭০তম অবস্থানে। অলরাউন্ড নৈপুণ্যে ফাহিমা খাতুন ব্যাটিংয়েও উন্নতি করে উঠে এসেছেন ৯২ নম্বরে।
তবে অভিজ্ঞ ব্যাটার নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের জন্য র্যাংকিংয়ে দুঃসংবাদই অপেক্ষা করছিল। প্রত্যাশা মেটাতে না পারায় দুজনেরই র্যাংকিংয়ে অবনতি ঘটেছে। জ্যোতি নেমে গেছেন ৩৬তম স্থানে, আর ফারজানা সাত ধাপ পিছিয়ে এখন ৩৯ নম্বরে। অবশ্য বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন শারমিন আক্তার সুপ্তা, তার অবস্থান ৩১ নম্বরে।
অলরাউন্ডার র্যাংকিংয়েও এই দুই স্পিনারের জয়জয়কার। রাবেয়া ২৩ ধাপ এগিয়ে ২৬তম এবং ফাহিমা ১৫ ধাপ এগিয়ে ২৭তম স্থানে জায়গা করে নিয়েছেন।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে দুর্দান্ত সূচনা করেছিল। তবে পরের ম্যাচগুলোতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয় তাদের। বিশেষ করে ইংল্যান্ড ও প্রোটিয়াদের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত নিরাশ হতে হয়েছিল টাইগ্রেসদের, তবে সেই ম্যাচগুলোর ব্যক্তিগত পারফরম্যান্সই র্যাংকিংয়ে অনেককে এগিয়ে দিয়েছে।
এফবি/এমএইচএম