ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে বিভ্রান্তি দূর করল বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, অক্টোবর ১৩, ২০২৫
বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে বিভ্রান্তি দূর করল বিসিবি সংগৃহীত ছবি

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এ সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন নিয়ে সাম্প্রতিক কিছু বিভ্রান্তিকর সংবাদের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ড সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টাইগারদের ভবিষ্যৎ ওয়ানডে সূচি এবং বিশ্বকাপের মূলপর্বে খেলার পথচলার ছক পরিষ্কার করেছে।

বিসিবি জানিয়েছে, আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মোট ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোর পারফরম্যান্সই নির্ধারণ করে দেবে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি না।

নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তাই র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে বা আরও উন্নত করতে হলে আসন্ন প্রতিটি সিরিজই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, এই সময়ের মধ্যে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ১টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি, পাকিস্তানের বিপক্ষে ৩টি, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি, জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি, আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি এবং ভারতের বিপক্ষে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। এই প্রতিটি ম্যাচই দ্বিপাক্ষিক সিরিজের অংশ হওয়ায় র‍্যাংকিংয়ের মূল্যবান পয়েন্ট অর্জনের দারুণ সুযোগ থাকছে টাইগারদের সামনে।

এছাড়া বিসিবি গণমাধ্যমকে আন্তর্জাতিক সূচি বা টুর্নামেন্ট সংক্রান্ত যেকোনো খবর প্রকাশের আগে অফিসিয়াল তথ্য যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।