ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ওয়াটসনের ঝড়ো সেঞ্চুরিতে চেন্নাইয়ের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৯, এপ্রিল ২১, ২০১৮
ওয়াটসনের ঝড়ো সেঞ্চুরিতে চেন্নাইয়ের জয় ব্যাট করছেন ওয়াটসন

ঢাকা: ক্রিস গেইলের মতো মারকুটে ক্রিকেটারকেও বাদের খাতায় রেখেছিলো এবারের আইপিএল। তবে সবার শেষে দল পেয়ে নিজের জাত চেনাচ্ছেন তিনি। দুই ম্যাচের একটিতে সেঞ্চুরি। আরেকটিতেও অর্ধশতক। এবার গেইলের পদাঙ্ক অনুসরণ করে আরেক ‘বুড়ো’ ওয়াটসন জেতালেন ধোনির চেন্নাই সুপার কিংসকে। তার সেঞ্চুরিতে ভর করেই ৬৪ রানের বিশাল জয় পায় দল।

রাজস্থানের কাছে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন ওয়াটসন। ইনিংসের শেষ বলের আগের বলে বাটলারের তালুবন্দি হয়ে থামেন ৫৭ বলে ১০৬ রান করে।

সুরেশ রায়না করেন ২৯ বলে ৪৬। শেষ দিকে ব্রাভো খেলেন ১৬ বলে ২৪ রানের কার্যকরী ইনিংস। ২০ ওভারে দলের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২০৪ রান। রাজস্থানের পক্ষে গোপাল ২০ রানে নেন ৩ উইকেট।

১০ এর বেশি ওভারপ্রতি রান তোলার তাড়া নিয়ে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে রাজস্থান। দুই ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস আর বাটলার মাঝে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ রক্ষা করতে পারেননি। স্টোকস ৩৭ বলে ৪৫ এবং বাটলার ১৭ বলে করেন ২২ রান। ১৮.৩ ওভারে অলআউট হয় দল।

চেন্নাইয়ের পক্ষে দু’টি করে উইকেট নেন চাহার, শার্দুল ঠাকুর, ব্রাভো ও কারণ শর্মা।

এই জয়ের ফলে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ধোনিরা।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।