ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

ক্রিকেট

আইসিসি বিশ্ব একাদশে পেরেরা-আফ্রিদি-মালিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, এপ্রিল ১৯, ২০১৮
আইসিসি বিশ্ব একাদশে পেরেরা-আফ্রিদি-মালিক ক্রমানুসারে পেরেরা-আফ্রিদি-মালিক

ঢাকা: ঘূর্ণিঝড় ইরমা ও মারিয়ার আঘাতে গেল বছর ওয়েস্ট ইন্ডিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিতে ৩১ মে লর্ডসে ক্যারিবীয় একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে এক বিপক্ষে দাতব্য টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছে আইসিসি।

যেখানে ক্যারিবীয় একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের প্রথম তিন ক্রিকেটার হিসেবে নিজেদের নিশ্চিত করেছেন দুই পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও লঙ্কান অলরাউন্ডার থিসেরা পেরেরা।
 
আইসিসি আশা করছে বিশ্বের আরও নামি-দামি তারকা ক্রিকেটাররা ম্যাচটির আগেই বিশ্ব একাদশে নাম লেখাবেন।


 
ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ওয়েন মর্গানের নেতৃত্বে মাঠে নামবে বিশ্ব একাদশ। এরই মধ্যে মরগ্যান অধিনায়ক হিসেবে তার নাম আইসিসিকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।