ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দুই বছর পর জাতীয় দলে আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, এপ্রিল ১৭, ২০১৮
দুই বছর পর জাতীয় দলে আন্দ্রে রাসেল দুই বছর পর জাতীয় দলে আন্দ্রে রাসেল-ছবি: সংগৃহীত

বিশ্ব একাদশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তহবিল সংগ্রহের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয়ান দলে প্রায় দুই বছর পর ফিরলেন আন্দ্রে রাসেল। ডোপ কেলেঙ্কারির কারণে দীর্ঘদিন তিনি জাতীয় দলে নিষিদ্ধ ছিলেন। তারকা এ অলরাউন্ডার সর্বশেষ ২০১৬ সালে ভারতের টি-২০ বিশ্বকাপে খেলেছিলেন।

রাসেল ছাড়া ১৩ সদস্যের এই স্কোয়াডে অফস্পিনার অ্যাশলে নার্স ফিরেছেন। এছাড়া তারকাদের মধ্যে দলে ফিরেছেন ক্রিস গেইল, এভিন লুইস ও মারলন স্যামুয়েলস।

এ তিন ক্রিকেটার সম্প্রতি পাকিস্তানে টি-২০ সিরিজে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।

এদিকে উইকেটরক্ষ-ব্যাটসম্যান দিনেশ রামদিন ও কেমো পল তাদের স্থান ধরে রেখেছেন। যদিও সম্প্রতি ভালো করতে পারেননি তারা। তবে করাচিতে তিন ম্যাচে নেতৃত্ব দেয়া জেসন মোহাম্মদকে সরিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট।

ক্যারিবীয়ান অঞ্চল ঘূর্ণিঝড় হারিকেনে প্রচুর ক্ষতি হয়। যার সাহায্যে আগামী ৩১ মে লর্ডসে চ্যারিটি ম্যাচটি আয়োজন হবে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রায়াদ এমরিট, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, স্যামুয়েল বাদ্রি, মারলন স্যামুয়েলস, কেসরিক উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।