ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অবশেষে শের-ই-বাংলায় বিসিএল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, এপ্রিল ১৬, ২০১৮
অবশেষে শের-ই-বাংলায় বিসিএল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রি‌কেট স্টেডিয়াম-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ ক্রি‌কেট লিগের (বিসিএল) চলতি মৌসুমের আগের চার রাউন্ডের একটি ম্যাচও মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রি‌কেট স্টেডিয়ামে গড়ায়নি। গড়িয়েছে সিলেট, রাজশাহী, খুলনা, বগুড়া ও বিকেএসপিতে।

তার পেছনে অবশ্য যুক্তিসঙ্গত কারণও আছে। জানুয়ারিতে শুরু হওয়া এই টুর্নামেন্টের সময় মিরপুরে ত্রি‌দেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের ব্যস্ততা ছিল।

 

সেই ব্যস্ততা কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে গেল ঢাকা প্রি‌মিয়ার লিগ। ঢাকা লিগ শেষে এবার ১৭ এপ্রিল থেকে বিসিএলের ৫ম রাউন্ড দিয়ে আবারও ক্রি‌কেট ফিরছে মিরপুরে।  

ওই দিন সকাল সাড়ে ৯টায় উত্তরাঞ্চলের মুখোমুখি হবে পূর্বাঞ্চল। একই দিন একই সময় রাজশাহীতে মধ্যাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণাঞ্চল।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।